স্বল্প সুদে ৩০ লাখ টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা

Estimated read time 0 min read
Ad1

করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে ওঠতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরও ৪০০ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। ১৫টি ব্যাংক ও ৩টি আর্থিক প্রতিষ্ঠান উদ্যোক্তাদের এ ঋণ দেবে।

মাত্র ৪ শতাংশ সুদে একজন উদ্যোক্তা ১ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন।

পলিসি গাইডলাইন অনুযায়ী গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা এবং পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের প্রণোদনার আওতায় ৩১০৮ জন মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে  ৩০০ কোটি টাকা এবং ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় প্রায় ২২০০ উদ্যোক্তার মাঝে ১৩০ কোটি টাকা ঋণ বিতরণ করে এসএমই ফাউন্ডেশন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours