করোনার সংক্রমণ রোধে দেশে এখন পর্যন্ত পাঁচ কোটি ৭৬ লাখেরও বেশি মানুষ টিকার বুস্টার ডোজ নিয়েছেন। সোমবার সারা দেশে বুস্টার ডোজ নিয়েছেন ২৮ হাজারের বেশি মানুষ।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৬০ লাখ ২ হাজার ৫৩০ জন।
দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৪০ লাখ ১ হাজার ৯১৬ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৭৬ লাখ ৫০ হাজার ৭৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৯ হাজার ৭৭৬ জনকে। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ হাজার ১২৭ জন। আর বুস্টার ডোজ টিকা পেয়েছেন ২৮ হাজার ২৩৬ জন মানুষ।