করোনার নতুন উপধরন মোকাবিলায় হাসপাতাল প্রস্তত

Estimated read time 0 min read
Ad1

করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন উপধরন বিএফ.৭ মোকাবিলায় হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ (৭ জানুয়ারি) মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ মাঠে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী  জাহিদ মালিক বলেন, ‘দেশের করোনা অবস্থা ভালো। করোনা বৃদ্ধি পায়নি। তবে অন্যান্য দেশে আবারও করোনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চীনে আবারও ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে এবং এটা দ্রুত ছড়াছে। দেশের কোনো জায়গায় এ ভ্যারিয়েন্ট ছড়িয়েছে এমন খবর আমরা পাইনি। কিন্তু সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। বিষয়টি নজরে এনে ব্যবস্থা নিয়েছি। হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে।’

জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশী সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়মী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours