তারুণ্যের উচ্ছ্বাসে মাততে দুই বছর পর জয় বাংলা কনসার্টে তরুণদের সঙ্গে উপভোগের জন্য ঢাকার আর্মি স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (৮ মার্চ) সন্ধ্যা ৭টার কিছুক্ষণ পর আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা কনসার্টে’ আসেন তিনি। এ সময় স্টেজে গান গাচ্ছিল ‘ক্রিপটিক ফেইট’ ব্যান্ড। তাদের গান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে কনসার্ট উপভোগের জন্য ঢাকার আর্মি স্টেডিয়ামে উপস্থিত হন বঙ্গবন্ধুর নাতি ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।
বিকেল ৩টায় শুরু হয় এ কনসার্ট। ‘আরেকটা রক ব্যান্ড’ এর গান দিয়ে শুরু হতেই তরুণ তরুণীদের উম্মাদনায় ভরপুর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম প্রাঙ্গণ।
১৯৭১ সালের ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৫ সাল থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে আসছে তরুণদের কাছে জনপ্রিয় জয় বাংলা কনসার্ট।