১৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের। দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার মিলে প্রথম ৩ ওভারেই তুলেছেন ৩২ রান।
তবে ভালো শুরুর পর রশিদের গুগলিতে কাটা পড়লেন আট বছর পর দলে ফেরা রনি।
১৪ বলে ২১ রান করে সাজঘরে ফিরে গেছেন ডানহাতি এই ব্যাটার। এর আগে ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র আন্তর্জাতিক ম্যাচেও সাতে নেমে ২২ বলে ২১ রান করেছিলেন রনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ দশমিক ৪ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭০ রান। ক্রিজে রয়েছেন শান্ত ও অভিষিক্ত তৌহিদ হৃদয়।
এর আগের ইনিংসে, শেষ দিকে ইংলিশদের রানের গতি কতটা মন্থর ছিল তা দেখা যাবে ছোট একটা পরিসংখ্যানেই। প্রথম ১৬ ওভারে সফরকারীদের সংগ্রহ ছিল ১৩৫ রান। আর শেষ ২৪ বলে তারা তুলতে পারলো মোটে ২১ রান। এ সময়ে তারা উইকেট হারিয়েছে দুই দুটি। অবশ্য এমন পরিস্থিতির পুরো কৃতিত্ব হাসান-মোস্তাফিজদের।