Breaking News
Primary Doctor's Society

‘শেখ হাসিনাকে সরিয়ে ইউনূসকে ক্ষমতায় বসাতে হিলারির পরিকল্পনা যেভাবে ভেস্তে যায়’

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক বরাবরই অত্যন্ত ঘনিষ্ঠ ও মধুর ছিল। যার দৃষ্টান্ত নানা সময়ে দেখা গেছে। প্রধানমন্ত্রী বলেছেন, প্রণব মুখার্জি ছিলেন তার অভিভাবকের মতো।

যে দায়িত্বভার মুক্তিযুদ্ধকালে ১৯৭১ সালের ১৫ জুন তার ওপর ন্যস্ত করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বয়ং। সেদিন মুখার্জিকে তিনি নির্বাসিত মুজিবনগর সরকারকে বাংলাদেশের সার্বভৌম গণতান্ত্রিক সরকার হিসেবে নয়াদিল্লির আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার আহ্বান জানিয়ে রাজ্যসভায় আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছিলেন।

টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনাকে বিভিন্ন সময় বিপদ-আপদে রক্ষা করেছেন প্রণব মুখার্জি। যার মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের পরিকল্পনায় শেখ হাসিনা সরকারকে উৎখাত চেষ্টা ভেস্তে দেয়ার ঘটনা অন্যতম।

মূলত সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও তার উত্তরসূরি পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এই অপতৎপরতায় যোগ দেয়। তাদের কোনোভাবে এটা বিশ্বাস করানো হয়েছিল যে, দুর্নীতিবাজ রাজনীতিবিদরা বাংলাদেশের উন্নয়নকে পিছিয়ে দিচ্ছে। সেই জায়গায় সামাজিক উদ্যোক্তা ও ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে আরও ভালো নেতৃত্ব দিতে পারবেন।

সেই চিন্তা থেকে তারা ড. ইউনূনের প্রতি সমর্থন দেন। যিনি কার্যত ২০০৬ সাল থেকে রাজনীতিতে প্রবেশের চেষ্টা করে যাচ্ছিলেন। শুধু যুক্তরাষ্ট্রের এ দুই নেতাই নন, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ও পরবর্তীতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মেরি রবিনসনের মতো বেশ কয়েকজন বিশ্বনেতাও ইউনূসের প্রতি খোলাখুলি সমর্থন দেন।

ইউনূস ইস্যুতে বাংলাদেশে রাজনৈতিক উত্তাপ যখন বেড়েই চলেছে, তখন আবারও অভিভাবকের মতোই এগিয়ে আসেন ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।

একদিন হঠাৎ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ফোন পান তিনি। সেই ফোনকলে দক্ষিণ এশিয়ার রাজনীতির বিষয়ে একটু বেশিই আগ্রহ প্রকাশ করেন হিলারি।

ভারতীয় ও মার্কিন উভয় পক্ষের একাধিক সূত্র মতে, প্রণব মুখার্জির কাছে হিলারি ক্লিনটন একটি স্পর্শকাতর আবেদন করেন। আর সে আবেদনটি হচ্ছে, শেখ হাসিনার পরিবর্তে ভারতের দিকে থেকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউনূসকে সমর্থন করা উচিত।

Check Also

বিশ্ববাজারে সোনার দাম এক বছরে সর্বোচ্চ

বিশ্ববাজারে প্রতি আউন্স (২৮ দশমিক ৩৫ মিটার) স্বর্ণের দাম পৌঁছেছে ২ হাজার ৯ দশমিক ৭৩ …

Leave a Reply

Your email address will not be published.

Primary Doctor's Society
Sahifa Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.