আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে প্রস্তুত ‘নৌকার ঘাটি’ হিসেবে পরিচিত ময়মনসিংহ।
শনিবার (১১ মার্চ) বিকেল ৩টায় ব্রহ্মপুত্র তীরে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় ভাষণ দেবেন বঙ্গবন্ধু কন্যা।
দীর্ঘ সাড়ে চার বছর পর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহ আগমনকে ঘিরে নগরী সেজেছে নবরূপে। জনসভাটি জনসমুদ্রে রূপ নেবে বলে আশা নেতাদের। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে এ জনসভা থেকেই গুরুত্বপূর্ণ বার্তা দেবেন তিনি।
একইসঙ্গে ১০৩টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করবেন। প্রায় ৫৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ সমাপ্ত ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং প্রায় ২ হাজার ৭৬২ কোটি টাকা ব্যয়ে ৩০টি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
+ There are no comments
Add yours