Breaking News
Primary Doctor's Society

১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন

আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

শুক্রবার নির্বাচনী সিদ্ধান্তে স্বাক্ষর করার পর এক ভাষণে এরদোগান বলেন, ‘আমাদের জাতি আগামী ১৪ মে প্রেসিডেন্ট ও সংসদ সদস্যদের নির্বাচিত করতে ভোটকেন্দ্রে যাবেন।’

নির্বাচনের এই তারিখের ব্যাপারে অবশ্যই আগাম পূর্বাভাস গত সপ্তাহেই এরদোগানের এক ভাষণে পাওয়া গিয়েছিল।

আগামী নির্বাচনটি হবে কয়েক দশকের মধ্যে দেশটির সবচেয়ে তাৎপর্যপূর্ণ নির্বাচন। কারণ দুই দশক ধরে শাসন ক্ষমতায় থাকা এরদোগানের শাসন ক্ষমতায় কিছুটা ঝুঁকির সৃষ্টি হয়েছে।

এ নির্বাচনে প্রেসিডেন্ট পদে এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশটির পার্লামেন্টে দ্বিতীয় বৃহত্তম দল দি রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) প্রধান কামাল কিলিসদারোগ্লু।

বিরোধীরা দাবি করে আসছে, দেশটির অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। তার ওপর গত মাসে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য এরদোগান সরকারের ব্যবস্থাপনাকে দায়ী করছে বিরোধীরা।

এরদোগান ২০০৩ সাল থেকে তুরস্কের নেতৃত্ব দিয়ে আসছে। প্রথমে প্রধানমন্ত্রী থেকে ২০১৪ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে এখনো তার তাৎপর্যপূর্ণ জনসমর্থন রয়েছে, এমনকি তার দল একে পার্টিতেও।

এস এম সালাহউদ্দিন
তথ্যসূত্র : আলজাজিরা

Check Also

বিশ্ববাজারে সোনার দাম এক বছরে সর্বোচ্চ

বিশ্ববাজারে প্রতি আউন্স (২৮ দশমিক ৩৫ মিটার) স্বর্ণের দাম পৌঁছেছে ২ হাজার ৯ দশমিক ৭৩ …

Leave a Reply

Your email address will not be published.

Primary Doctor's Society
Sahifa Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.