রাজশহী বিশ্ববিদ্যালয়ে বাস ড্রাইভারের সাথে কথাকাটি ও স্থানীয়দের সাথে হতাহতের ঘটনাকে কেন্দ্র করে রাজশাহীর স্থানীয় ও রাজশাহী বিশ্বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে গণ্ডগোলের সূত্রপাত হয়েছিল তাতে প্রশাসন যে ব্যাবস্থা নিয়েছে তাতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতলে গুরতর অবস্থায় আছে প্রায় আট থেকে দশ জন শিক্ষার্থী।
পরিস্থিতি শান্ত করতে পুলিশ এসে এলোপাতাড়ি রাবার বুলেট নিক্ষেপ করতে থাকে এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৮-১০ জন শিক্ষার্থীর গায়ে গুলি লাগে। গুরুতর অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আহত শিক্ষার্থীদের মধ্যে আছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী বাপ্পী। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।
ফারজানা খান সারথি, রাজশাহী বিশ্ববিদ্যালয়
+ There are no comments
Add yours