পটিয়ায় আ লা ‘হযরত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Estimated read time 0 min read
Ad1

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলার আওতাধীন ১৫ নং ছনহরা ইউনিয়ন শাখার সার্বিক ব্যবস্থাপনায় ছনহরা ষোড়শীবালা উচ্চ বিদ্যালয়ে “আলা হযরত মেধা অন্বেষন বৃত্তি পরীক্ষা” গত ১০ মার্চ অনুষ্টিত হয়।

উক্ত পরীক্ষায় কক্ষ পরিদর্শন করেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক জনাব কে্ এম.আব্দুল গণি,সমাজে সেবক জনাব সাইফুল আলম তালুকদার,সাবেক সেনা নেতা এম.বেলাল উদ্দিন আলমদার,ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা ইউসুফ জিলানী, স্থানীয় মেম্বার জনাব ইকবাল হোসেন ,ব্যংকার মুহাম্মদ নাঈম উদ্দিন আলমদার,সেনা নেতা মোহাম্মদ জমির উদ্দিন ,মো:ইয়াছিন আরাফাত,মো;আজাদ হোসেন রানা, পরীক্ষা প্রস্তুতি কমিটির আহবায়ক জনাব খন্দকার হাসান মুরাদ,সচিব মো:তাহেরুল ইসলাম আলমদার.উপস্থিত ছিলেন জনাব হান্নান আলদার,মানিক আলমদার,মো:আবু ফয়সাল,মাসুম উদ্দিন প্রমূখ।

উল্লেখ্য যে, উক্ত মেধা বৃত্তি পরীক্ষায় পটিয়ার বিভিন্ন স্কুল থেকে ক,খ গ্রুপে তৃতীয় শ্রেণী থেকে দশম এবং গ গ্রুপে একাদশ ও দ্বাদশ শ্রেণী থেকে সর্বমোট ৪৫০ চারশত পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours