আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন, চট্টগ্রাম মহানগর শাখা ও র্যাডিকেল ইন্টার্ন্যাশনালের যৌথ উদ্যোগে আজ ১৭ মার্চ চট্টগ্রাম নগরীর চকবাজার ওয়ার্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে ‘ফ্রি হেলথ ক্যাম্প ও ‘একটি নির্মল পৃথিবী শিশুদের অধিকার’ শীর্ষক আলোচনা সভা সম্পন্ন হয়।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ডা: শেখ শফিউল আজমের নেতৃত্বে ও র্যাডিকেল ইন্টার্ন্যাশনালের প্রতিষ্ঠাতা ও ল্যাব কনসালটেন্ট এস এম ইকরাম হোসাইনের পরিচালনায় এই বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পে প্রায় ৬০ জন চিকিৎসা সুবিধাবঞ্চিত অসহায় মানুষকে চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাকিল আজম; সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি মিজানুর রহমান বাপ্পি, ডা: মাহবুবুল আলম, অর্থ সম্পাদক গোলাম আজম মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক শাহাদাত মিয়া, নির্বাহী সদস্য জাকি হোসাইন, রাজু, চকবাজার ওয়ার্ড সচিব বাদশাসহ প্রমুখ নেতৃবৃন্দ। আয়োজন শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়।
+ There are no comments
Add yours