
দীর্ঘদিন ধরে চলমান পূর্বাচল ৩০০ ফুটের উপর নির্মাণাধীন ফুট ওভারব্রিজটির নির্মান কাজ বছরের পর বছর ধরে চলমান! এটা কবে শেষ হবে আদৌ কেউ জানে না!
কিংবা আসলেই ব্রিজের কাজ শেষ করার কোন ইচ্ছা আছে কিনা তাও অজানা! এদিকে খিলক্ষেতের সাথে ৩০০ ফুটের যে সংযোগ সড়ক ছিল তাও কেটে ফেলা হয়েছে। এতে বেশ বিপাকে পড়েছে খিলক্ষেত থেকে ৩০০ ফুট দিয়ে বসুন্ধরা বা বিভিন্ন জায়গায় যাওয়া লোকজন।
সবচেয়ে বেশি দূর্ভোগের শিকার হচ্ছে বসুন্ধরার ভিকারুননিসা নূন স্কুল সহ বিভিন্ন স্কুলে পড়াশোনা করা শিক্ষার্থীরা! খিলক্ষেত থেকে দীর্ঘপথ পায়ে হেটে বসুন্ধরা কনভেনশন সিটি হয়ে বসুন্ধরা করপোরেট অফিস পার হয়ে প্রায় ১ কিলোমিটারের মতো পথ ঘুরে যেতে হয়! বিশাল বইয়ের বোঝা নিয়ে দীর্ঘপথ হেটে ৩০০ ফুট পার হয়ে অনেকটুকু হেটে গিয়ে রিকসায় উঠতে হয়।
বসুুন্ধরা কর্তৃপক্ষের হঠাৎ রিকসা স্ট্যান্ড পরিবর্তন বা দূরে সরিয়ে দেওয়ায় খুবই অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে! তাই অবিলম্বে রিকসা স্ট্যান্ড ৩০০ ফুটের কাছে নিয়ে আসা জরুরি। রিকসা স্ট্যান্ড সরিয়ে দেওয়ার মতো এই অমানবিক সিদ্ধান্তে খুবই কষ্টের মধ্যে পড়েছে ভিকারুননিসা নূণ স্কুলের ছাত্রী সহ অন্যান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ চাকুরীজিবিরা। তাই খুব দ্রুততার সাথে ওভারব্রিজের কাজ সম্পন্ন করা এবং রিকসা স্ট্যান্ড ৩০০ ফুটের কাছে নিয়ে আসা খুবই জরুরি!অন্যথায় গণ অসন্তোষ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে!
মোঃ রাকিবুল ইসলাম রাসেল, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
+ There are no comments
Add yours