চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
এতে মোট পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৬ হাজার ৯০৮ জন (৪৫ শতাংশ)। পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছেন ৩২ হাজার ৫৯৪ শিক্ষার্থী।
গতকাল (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে ‘এ’ ইউনিট ভর্তি কমিটির ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির জয়েন্ট কো-অর্ডিনেটর ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. রাশেদ মোস্তফা এ তথ্য নিশ্চিত করেন।
‘এ’ ইউনিটে বাংলা, ইংরেজি, গণিত/রসায়ন/পদার্থ বিজ্ঞান/জীববিজ্ঞানের (যে কোনো ৩টি) ওপর ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা হয়। এতে জিপিএ-এর ওপর আরও ২০ নম্বর হিসেব করে মোট ১২০ নম্বরের ওপর ফল তৈরি করা হয়। প্রতিটি ভুল নম্বরের জন্য কাটা হয় দশমিক ২৫ নম্বর। পরীক্ষায় কোনো লিখিত অংশ ছিল না।