
সমাজ সেবক,শিক্ষাবিদ, বহু শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠনের প্রতিষ্ঠাতা রোটারিয়ান অধ্যক্ষ ডাঃ আনোয়ার হোসেইন মানিক বিদেশ সফর শেষে দেশে ফিরছেন।
প্রায় ১৭ দিন তিনি ভারতের বিভিন্ন প্রদেশ সফর করেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য ও মানবাধিকার নিয়ে ভারত বাংলাদেশ বিভিন্ন প্রদেশের নেতাদের সাথে কথা বলেছেন এবং নীল মানবাধিকার সংগঠন এর ভারতের চেন্নাই, কলকাতা, দিল্লির নতুন কমিটি ঘোষণা করেছেন।
২২ শে মে ২০২৩ তিনি দেশে আসেন।২৫ শে মে ২০২৩ প্রাইমারী চিকিৎসক সোসাইটির চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ ও সংগঠনের চেয়ারম্যান জনাব মাহবুবুল আলমসহ তারঁ সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সংগঠন এর বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন।
এ সময় প্রাইমারী চিকিৎসক সোসাইটির চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম বলেন, আমরা জনাব আনোয়ার হোসেইন মানিকের সাথে যৌথভাবে বাংলাদেশের মানবাধিকার নিয়ে কাজ করে যাচ্ছি। সবার আগে স্বাস্থ্য সেবা পৌঁছে দেব আমরা ও মানবাধিকার রক্ষায় আমরা আছি সর্বদা এ স্লোগান নিয়ে পিডিএস ও নীল মানবাধিকার সংগঠন একত্রে মানবসেবাই নিয়োজিত আছে।
+ There are no comments
Add yours