জ্বালানী তেলের বৃহৎ দুই যোগানদাতা দেশ সৌদি আরব ও রাশিয়া দৈনিক উত্তলোন হ্রাসের পর থেকে আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। শনিবার যে দামে তেলের বেচা-কেনা হয়েছে, তা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ।
আজ প্রতি ব্যারেল (এক ব্যারেল = ১৫৯ লিটার) ব্রেন্ট ক্রুড তেল বিক্রি হয়েছে ৯০ দশমিক ৬৫ ডলারে এবং প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেল বিক্রি হয়েছে ৮৭ দশমিক ৫১ ডলারে।
বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আগের দিন শুক্রবারের তুলনায় শনিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি বেড়েছে দশমিক ৭৩ ডলার (শতকরা হিসেবে দশমিক ৮ শতাংশ) এবং ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে দশমিক ৬৪ ডলার (শতকরা হিসেবে দশমিক ৭ শতাংশ)।
উভয় ব্র্যান্ডের তেলের দাম বৃদ্ধি পাওয়ায় শনিবার অপরিশোধিত তেলের দাম ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার বিশেষজ্ঞদের মতে, অপরিশোধিত তেলের এই মূল্যবৃদ্ধি গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ।
প্রসঙ্গত, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে ২০২২ সালের শুরুর দিকে অপরিশোধিত জ্বালানি তেলের দামে উর্ধ্বগতি দেখা দিয়েছিল। কিন্তু অভ্যন্তরীণ সংকটের কারণে চীন এবং ডলার সাশ্রয়ের জন্য উন্নয়নশীল দেশগুলো তেল কেনা কমিয়ে দেওয়ায় গত বছর জুন মাস থেকে অপরিশোধিত তেলের বাজারে মন্দাভাব শুরু হয়।
তারপর এপ্রিলে এক সরকারি বিবৃতিতে তেলের দৈনিক উত্তোলন ১০ লাখ লিটার হ্রাসের ঘোষণা দেয় সৌদির জ্বালানি মন্ত্রণালয়। চলতি সপ্তাহে উভয় দেশ তেলের দৈনিক উত্তোলন আরও ১৩ লাখ লিটার হ্রাস করবে বলে জানিয়েছে।