ভিসা ছাড়াই ওমরার সুযোগ ২৯ দেশের নাগরিকদের

Estimated read time 1 min read
Ad1

ভিসা ছাড়াই ওমরা পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব। দেশটি জানিয়েছে ২৯ দেশের নাগরিকেরা এ সুযোগ পাবেন। এসব দেশের আগাম ভিসার প্রয়োজন হবে না। সোমবার (১৯ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ‍যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের নাগরিকেরা এ সুবিধা পাবেন। তবে সুবিধাটি পাওয়ার জন্য এসব দেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, সৌদি আরবের ভিশন ২০৩০-এর আওতায় ওমরাহ পালনকারীদের প্রক্রিয়া সহজীকরণ, উচ্চ মানসম্পন্ন সেবা এবং তীর্থযাত্রীদের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতা সমৃদ্ধ করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওমরা পালনকারীরা নুসুক অ্যাপের মাধ্যমে তাদের সহজভাবে তাদের শিডিউল বুক করতে পারবেন। এছাড়াও তারা সরাসরি এসেই ওমরা পালনের সুযোগ পাবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকার এসব দেশের নাগরিকদের অন অ্যারাইভাল ভিসার প্রক্রিয়া আরও সহজ করতে যাচ্ছে। এর আওতায় তারা ওমরা নাকি পরিদর্শনের জন্য তা বিবেচনা করা হবে না। এছাড়া ভিসাধারীদের নিকটাত্মীয়রাও একই সুবিধা পাবেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours