৬৪ জেলায় সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য বিক্রি শুরু

Estimated read time 1 min read
Ad1

ঈদুল আজহা উপলক্ষে দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পণ্য সাশ্রয়ী মূল্যে ট্রাকে করে বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। ‘সাশ্রয়ী মূল্যে বসুন্ধরা পণ্য ভোক্তার জন্য’—এই স্লোগান নিয়ে রাজধানীর ২০টি স্পটসহ সারা দেশের ১০০টি স্থানে ট্রাক থেকে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে তেল, আটা, ময়দা, সুজি, মসলা, নুডলসসহ ৩১টি পণ্য কিনতে পারবেন।

বৃহস্পতিবার (১৬ মে) বসুন্ধরা গ্রুপের প্রধান কার্যালয় ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টার-২ থেকে এ কার্যক্রম ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএসএম শফিকুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বসুন্ধরা গ্রুপের হেড অব সেলস রেদোয়ানুর রহমান।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএসএম শফিকুজ্জামান বলেন, আজকে আমি আনন্দিত বসুন্ধরা গ্রুপ ঈদুল আজহা উপলক্ষে দেশের ৬৪টি জেলায় একযোগে ১০০ পয়েন্টে ট্রাক সেলের মাধ্যমে ৩১টি পণ্য বিশেষ ছাড়ে বাজারজাত করছে। বসুন্ধরা গ্রুপ দেশের বৃহত্তম একটি কর্পোরেট গ্রুপ, তারা যদি এই কার্যক্রম নিতে পারে তাহলে দেশের অন্যান্য বৃহৎ গ্রুপও এই কার্যক্রম নেবে বলে আমি বিশ্বাস করি।

ভোক্তা অধিকারের ডিজি আরও বলেন, আমি সবাইকে আহ্বান জানাব, নিত্যপণ্যের মূল্য যাতে যৌক্তিক পর্যায়ে থাকে। সরকার সব ধরনের সহায়তা করছে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে। প্রধানমন্ত্রী সব সময় একটা কথা বলেন, আমাদের যেসব পিছিয়ে পড়া মানুষ রয়েছে, তাদের নিয়ে ভাবা উচিত। এজন্য সরকার টিসিবি, ওএমএস কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি যে সকল উদ্যোগ রয়েছে, যেমন বেসরকারি খাতও এগিয়ে আসছে। বসুন্ধরা আজ এই কার্যক্রম উদ্বোধন করল। তাদের সাথে যেন অন্য কর্পোরেট গ্রুপও করে। পাশাপাশি ব্যক্তি পর্যায়েও এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানাই।

বসুন্ধরা গ্রুপের সাশ্রয়ী মূল্যের ট্রাক থেকে ক্রেতারা প্রতি লিটার সয়াবিন তেল ১৬০ টাকা, দুই লিটারের বোতল ৩২০ টাকা, ৩ লিটারের বোতল ৪৮০ টাকা, ৫ লিটারের বোতল ৭৮৫ টাকা, ৮ লিটারের বোতল ১২৫৫ টাকা, সরিষার তেল প্রতি লিটার ২৫০ টাকা, আটা ১ কেজি ৪৫ টাকা, ময়দা এক কেজি ৫৮ টাকা, সুজি ২৫০ গ্রাম ১৮ টাকা, মসুর ডাল এক কেজি ১৩৮ টাকা, চিনিগুঁড়া চাল প্রতি এক কেজি ১৪২ টাকায় কিনতে পারবেন।

এছাড়া মসলা পণ্যের মধ্যে হলুদ ৫০০ গ্রামের প্রতি প্যাকেট ১৮০ টাকা, মরিচ ৫০০ গ্রামের প্যাকেট ৩২০ টাকা, ধনিয়ার গুঁড়া ৫০০ গ্রামের প্যাকেট ৫৫ টাকা, জিরার গুঁড়া ৫০০ গ্রামের প্যাকেট ৭৪০ টাকা, রোস্টের মসলা ৩৫ গ্রামের প্যাকেট ৫৫ টাকা, মুরগির মসলা ১০০ গ্রামের প্যাকেট ৬৫ টাকা, বিরিয়ানি মসলা ৪০ গ্রামের প্যাকেট ৫০ টাকা, গরুর মাংসের মসলা ১০০ গ্রামের প্যাকেট ৭০ টাকা, কাবাবের মসলা ৫০ গ্রামের প্যাকেট ৭০ টাকা, বোরহানি মসলা ৫০ গ্রামের প্যাকেট ৩২ টাকা, চটপটি মসলা ৫০ গ্রামের প্যাকেট ৩২ টাকা, বসুন্ধরা চা (প্রিমিয়াম) ২০০ গ্রামের প্যাকেট ৮৫ টাকা এবং বসুন্ধরা প্রিমিয়াম টি ব্যাগ ১০০ গ্রামের প্যাকেট ৬৫ টাকায় বিক্রি করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours