অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিন সহযোগিতা করুন: বিএলডিপি চেয়ারম্যান

Estimated read time 1 min read
Ad1

ব্যবসায়ীদের সব সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ জন জোট (পিপলস অ্যালায়েন্স)। জোটের পক্ষ থেকে দেশকে সংকট থেকে মুক্ত করতে ৫ দফা সুপারিশ তুলে ধরা হয়েছে।

গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জাতীয় সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়। জন জোটের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজীর সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জন জোটের কেন্দ্রীয় সমন্বয়ক মাহবুব শামীম, নারী নেত্রী মনিরা খানম, বাংলাদেশ সাপোর্টার্স ফোরামের অ্যাডমিনিস্ট্রেশন এন্ড বিকাশিত নারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ও স্পিন ডক্টর শাহানা হক,রাজনীতিবিদ ও সমাজকর্মী লায়ন হীরা, কম্বাইন্ড হিউম্যান রাইট ওয়াল্ড এর সভাপতি সোহেল আহমেদ মৃধা,বিএলডিপির যুগ্ন সাধারণ সম্পাদক খাদিজা বিনতে আজাদ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সম্রাট প্রমুখ।

সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও বহু প্রাণের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে এবং বাংলাদেশ ফের স্বাধীন হয়েছে। ছাত্র-জনতা আজ নতুন স্বাধীনতার আনন্দে শান্তির নিঃশ্বাস নিচ্ছে। কিন্তু দেশকে শেখ হাসিনা এক কঠিন পরিস্থিতিতে ফেলে গেছেন, যা থেকে উত্তরণ হতে কিছু সময় লাগবে। নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন ডাইনামিক সিদ্ধান্ত নিতে হবে, যাতে করে বাংলাদেশ দ্রুত ঘুরে দাঁড়াতে পারে।

সম্মেলনে উত্থাপিত দাবিনামায় বলা হয়, জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণে বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সম্পূর্ণ স্বাধীন করতে হবে। স্বাস্থ্য ও চিকিৎসা খাতকে স্বায়ত্তশাসিত করে জনদুর্ভোগ কমাতে হবে। একটি বেসরকারি কমিশন গঠন করে সব মন্ত্রণালয়কে জবাবদিহির মধ্যে আনতে হবে। ঘুষখোর, দুর্নীতিবাজ এবং দুঃশাসকদের সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে এবং তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি কার্যকর করতে হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours