জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে ফরিদপুরের যৌনপল্লি থেকে উদ্ধার হলেন এক তরুণী (১৮)।
৪ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে ফরিদপুর শহরের রখখোলা যৌনপল্লিতে অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ।
জানা যায়, মাসখানেক আগে ওই তরুণী প্রেমিকের সঙ্গে ঘর ছেড়েছিলেন। পরে প্রতারণার শিকার হন তিনি। তাকে ফেলে পালিয়ে যায় প্রেমিক। এরপর এক রিকশাচালককে রাতে থাকার জন্য কম টাকার মধ্যে একটি হোটেলে নিয়ে যেতে বলেন। কিন্তু রিকশাচালক তাকে পতিতালয়ে বিক্রি করে দেয়। মাসখানেক ধরে ইচ্ছার বিরুদ্ধে দেহ ব্যবসা করতে বাধ্য হন তিনি।
অস্বীকৃতি জানালে মারধর করা হতো তাকে। এমন অভিযোগ জানিয়ে ৪ ফেব্রুয়ারি (শনিবার) জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ওই তরুণী কল করেন। এরপরই পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে।